এই সব পথের ভেতরে আছে পথ
আছে দিগন্ত বিস্তৃত সুখ দুখের মেমোরেন্ডাম।
অজানা অজস্র কত পথিকের সাথে আছে জীবনের শক্ত কাহিনি ইতিহাস।
গুনগুন হিন্দি,বাংলা গান,কথার ফুলঝুরি,কথা চালাচালি,গালাগালি প্রতিটা রাস্তা এঁকে রাখে অদৃশ্য পাতায়।
কিছু স্মৃতিভ্রষ্ট পাগলের আদিম দেহের চাউনি
জাগরণে থাকে রাতভর।কোনো এক পাগলের উৎপাতে রাস্তা হেসে কুটিকুটি হয়ে যায়।
এই সব পথগুলো স্মৃতির সাক্ষী যেন ইতিহাস অজানাই রয়।