-কোথায় যাচ্ছি বলতো ভাই?
-ওই তো দূরে কাশফুল দেখছিস?
-কই নাতো!
-আরে অন্তঃচক্ষু দিয়ে দেখ।একটা নদী,ছোট পাশাপাশি দারিদ্রমাখা স্নেহের বাড়িগুলি,বড় দুঃখ,অভাবের সংসার,ছোট আশা....
-নদী দেখতে পারছি কিন্তু আর সব কোথায়?চরমাখা ধুঁ ধুঁ পথ....নাকি আমার চোখে মরীচিকা?
-নারে,এখানে একটা স্বপ্নের আবাস ছিল।ঘরগুলোকে ধুয়ে মুছে ফেলেছে।
-কে?
-ওই যে দুঃখের বড় নদী
-ভাঙন?
-তবে কি সখের বশে?
অবাক বিস্ময়ে আমি আঁকি কিছু ঘরদুয়ার,সংসার,গেরস্থালী,সাদামাটা জীবন বুকের ভেতরে।
অন্তঃচক্ষু জেগে উঠে জীবনের মানেটা শেখায়।
জীবন।হ্যাঁ এটাই জীবন
যাযাবর জীবন।