যেই ছেলেটি দুষ্টুমি করতো বেজায় সুখে
মানুষগুলো ভড়কে দিয়ে
সেই ছেলেটি শান্ত আজ নির্জন পুকুরের মত।
হারিয়ে যাওয়ার নেশা শিরায় শিরায়
অদ্ভুত হাসি তার মুখের মখমলে
সন্ধ্যায় পড়তে বসার ছলে আঁকিবুকি খাতার পাতে
রঙপেন্সিলে আঁকা পরী
মানুষের জন্মদিনে হাঁ করে কেক
খাওয়া ককটেল পার্টিতে
নিজের জন্মদিনটার উদযাপন হারিয়ে।
কখনো উদযাপন হয়েছে কিনা মনে নেই তার।
বিকেলের মাঠে সমবয়সীর সাথে খেলার ছলে বাচলামো
খেলা খেলা প্যান্টখানা ধুলো
হাঁটুখানা কাঁদা আর মনখানা সাদা
তবুও আনন্দ যেন শৈশবকালে।
আজ নির্জন পুকুরের মত সবকিছু
যৌবন রিটায়ার্ড করেছে।
মস্তিষ্কে তার লোডশেডিং এখন
নিজের ভেতরে নিজেই নিরুদ্দেশগামী
সময়ের সাথে সব বদলায়।
বাচলামো,দুষ্টুমি আর সে করেনা
কাজ করে অন্ধকার কোনো এক ঘরে সে আজ
ছেলেটি আজ পুকুরের মত নির্জন শান্ত।