এখানে ভালোবাসার পতাকা টানাতে গিয়ে ব্যর্থ হই বারবার মানুষ নই বলে
আমি মেঘের সাথে কথা কই
মেঘের চুলে চিরুনি চালাই
বৃষ্টির ছাঁট গায়ে মেখে
মেঘের করি নান্দীপাঠ।
আমি সংসার সীমান্তে দেখি
সমান্তরাল রেখা
বয়ে চলে নিরবধি
মিলে না কোনোভাবেই।
কিংবা জ্যামিতিক ত্রিভুজ
লুকিয়ে থাকাপ্রেমের মাঝে
সংসার গেরস্থালী ভুলে বরবধূ।
এসব দেখে দেখে ক্লান্ত হয়ে
গাছগাছালির প্রেম,
পাখির উড়ন্ত চলা,
তাঁরাদের হাতছানি
মেখে নিয়ে ফানুস উড়াই ভালোবাসার
নির্মল ভালোবাসা যাকে বলে।
তবু বারবার ব্যর্থ হই-
ভালোবাসার পতাকা টানাতে গিয়ে
মানুষ নই বলে।