একটা সন্ধ্যার ভেতরে আমি
বাঁজখাই কণ্ঠে নিমতেতো গালি শুনি।
একটা মোহের অন্ধকার থেকে বেরিয়ে আসতেই আমার সন্ন্যাসী হতে বড্ড ইচ্ছে জাগে।
ঘরে হাজার পেতেছি কান
ভালোবাসার দাম বড্ড চড়া।
অথচ এই ভালোবাসার জন্যই
আমি দীর্ঘকাল ধরে পরকেও
আপন করে নিয়েছিলাম।
মাঝে মাঝে আমার ভেতর
আমাকেই ভেংচি কাটে।
শত লাঞ্চনায় ভেঙে পড়ার আগে
এক ছিপি রাম....
গদাই লস্করি চাল
অবাক পৃথিবী দেখা চলে।
একটা মানুষ কেন মদ্যমাতাল
হয় তার হিসেব কি কেউ রাখে?