হুট করে এনে দিলে একরাশ সুবাতাস


ধমনীতে কবিতার ছটা


ছবিটা চোখের 'পরে ভাসে


দূরভাষে আবহাওয়া শোনা


চোখে খরা,বৃষ্টিভেজা খুঁজে নেওয়া


ভাসে যেন কাগজের নৌকা


একটু দূরের পানে যেতেই


ভিজে চুপচাপ


ডুবে যাবে মখমল যান


আর তুমি একটু দূরে সরে গেলে


আমার ভেতরে ককপিট


ভালোবাসা ভেজালকে দেয় প্রশ্র‍য়


তবুও কবিতাপরী তোমার দুয়ার


হোক আদিগন্ত কবিতাময়।