প্রত্যেকের পেছনেই কাঁঠি
সুড়সুড়ি
থুড়ি থুড়ি!
গাট্টা দেয় অদৃশ্য পিছুটান
হোঁচট দেওয়াতেই আনন্দ
আহা কী মধুর!
কারুর দুঃখের রংমশালে
ভেতরে উৎফুল্লিত
বাইরে হাড়িমুখ
বাংলার পাঁচ!
ঝালমুড়ির ঝাল সবাই বুঝে
একটু বেশি লংকায়
জিহ্বা কাঁদে!
মিছরির ছুরি তুমি
যতই ফলাও
লংকার ঝাঁঝ তোমাকেও
নেবে পিছু।
ছদ্দবেশী সমাজ ছোঁয়াচে ভাইরাসে
ছয়লাপ!