তোমার ঠোট চুম্বকের মত যেন টানে
আমি উদাসীন হয়ে ওপ্টিমিস্ট হই
গাছের কোটরে রাখি চোখ
না না ওখানে আমার কোনো আস্তানা নেই।
নিজের ভেতরে উড়নচণ্ডী হয়ে
শিখন্ডী কথা ভেবে আত্মশ্লাঘা অনুভব করে
হোঁচট খাই অশোকের বনে।
তোমার ঠোটকে গরম চা ভেবে
বাতাবীলেবুর মত চুষে খাই।
স্বপ্নে চ্যাম্পিয়ন হওয়া
মানুষেরই কাজ
সাজে আমারও
বেঁধে রাখা শরীর মনকে তো
পাঠাতে পারে রানারের কাছে
এ গায়ে ও গায়ে।
টাইফুনে বুকে ওঠে ফেনা
আজ হবে ঘুম কেনা
তোমার ঠোটের ছোঁয়া পেয়ে।