কবি চুপ
পাহাড়ের গায়ে তার রঙ
স্বপ্নের স্কেচে আঁকা যেন একদিন।
অন্ধকারে কিছু হাতরে নিয়ে
ভাবুক হয়ে ভ্যাবাচেকা
কবির সাথে একদিন প্রণয়
অবশেষে বুঝতে পারে সে
লাস্যময়ী মেয়ে সকলকে নাচায়
ঘুরেফিরে উত্তরাধুনিকতা।
সরে আসে মন
সেলফোনে কথা বলে বিষাক্ত নীলিমা চোখে দেখা কবির চোখে।
হয়ত মেয়েটির চোখে নোংরামো উঁকি মারে বন্ধুত্বের খাতিরে....
আধুনিকতাকে ছাপিয়ে যাওয়া মাঝেমাঝে
এতোটা উগ্রবাদী মেনে নিতে চায়না সেকেলে কবির মন
সকলের চোখে সে মানসিক রোগী
আজকাল ছেলেমেয়ের বন্ধুত্ব মানেই
ড্রিংস,বার,মুজরার নেশা....
কবি শুধু চুপ।