এক ফোঁটা মেঘ হাসে
সূর্যের সাথে লুকোচুরি খেলে
লাটাইয়ের সাথে ঘুড়ি
ঘুরপাক শূন্যের হাতছানি নিয়ে


জীবন দাঁড়িয়ে দেখছে নিচে
মেঘে মেঘে অনেক হল বেলা


ছোটো ফড়িং দৌড়াচ্ছে
সারামাঠ জুড়ে
ওদেরও মেঘে মেঘে বেলা হবে বৈকি।


আদিখ্যেতার নৌকো বয়ে চলে
সোনালী স্বপ্নের বাজখাঁই কণ্ঠ নিয়ে
সকলেরই ধুঁধুঁ মাঠে পড়ে থাকে
নস্ট্যালজিক রোমন্থন।
চোখের কান্না বলে উঠে
মেঘে মেঘে বেলা হয়ে যায়।