ঘুমিয়ে থাকে আমার রাতজাগা রাগ
ক্ষোভ সঞ্চয় করে বুকের পাঁজর
সলতে রাখি বালিশের তলে
বুকেতে আগুন-সজ্জা
কষ্টের ফেনায় রোজ স্নান করি
নীল বাথটাবে
সাইকেডেলিক সুখ হরণ করে
চাঁদের জোৎস্না
আমার ভেতরে আমি হাঁটি
রাতবিরেতে উলঙ্গ পথিক বেশে
আমার আবেগ হাসে
বুদবুদের মত।