দীঘল দুচোখে ঝিলমিল করে রোদ
বেমানান কালো রাতের শরীরে তারাদের খোঁজ
কালো মেঘ উড়ে আসে যেন কাল বোশেখের  ঝড়
বিরহিণী বালুচরে জানি কেউ বাঁধে না তো ঘর ।


ভাসে শুধু  হাসাহাসি , নিচে বয়  নয়নের জল
বাইরেটা  দেখো তুমি , আসলে তো  করেছিলো ছল ।