এক বুক নদী
বুক ভরা জল
জলে ভরা ঢেউ
চোখ ছল ছল ।


মেঘে ঢাকা মন ,
চাপা ঝড় বয় ,
মাশুল গুনছে
জমা অপচয় ।


চোখ ভরা নদী
শুধু বয়ে যায়  
শেষ জানা নেই
কোথায় হারায় !


বেলা বয়ে গেল
কত জল বাকি
ঢেউ গুনে যাই
কত লাভ ফাঁকি  ।