জলে তার ছায়া দেখে ক্লান্ত ঝুমকো লতার   ফুল
জল থেকে সিঁড়ি সোজা উঠে গেছে  নিচে  অথই  কূল  
চারদিকে ঘেরা নিঝুম গাছের উদাসিয়া  চুপ   বনে  ,
এদিকে সহসা আসে না তো কেউ , আসে শুধু প্রয়োজনে ।
দুপুরে এখনো ঘু ঘু পাখি আর শালিখ পাখির  ডাকে
শুকনো পাতায় আওয়াজ তোলে 'কেউ কি এখানে থাকে '
রোজ রোজ শুধু একই রকম  শব্দ মুখর  চলা ,
শুধু চলাচল  ফুরোয় না পথ  চুপি চুপি    কথা বলা ।