যারা গান গায় ,
ভালবাসা পেয়ে , ভালবাসা পাবে আশা বুকে নিয়ে
সেইসব ছায়া পরীদের দল , এখানেতে আসে , মায়াবিনী রাতে ।
আমি ভুলে যাই  নিজেকে যেখানে ।
এইসব গাছ , কতদিন কার ,
শেকড়ে শেকড়ে জমে আছে কত পুরনো  কান্না ।
এরা এই সব বুকে চেপে ধরে তবু  বেঁচে থাকে ।
কেউ আসেনাকো এই ভুল পথে ,
নির্জন একা ওই  আকাশ আর গাছগুলো
তাদের সবুজ  পাতার মতন অলৌকিক  হাতে
পরীদের ছোঁয় ।
ওরা মালা গাঁথে ,
করে হাসা হাসি ,
গান গায় আর
পথ চেয়ে থাকে ।