রাজ্যে আমার বেহাল দশা
বোম-বুলেটে সর্বনাশা।
বাতাশে আজ কান্নার রোল,
খালি হল কতো মায়ের কোল
বিরোধী বলেই জ্যান্ত পোড়ে দেবু-ঊষা—
ষড়যন্ত্র আজ প্রতি ইঞ্চিতে হয় মাপা।
উন্নয়নের নামে শুধুই ধাপ্পা,
ভোট জিততে আজ অবাধে ছাপ্পা।
তবুও চুপ বুদ্ধিজীবী -সুশীল সমাজ।
পরিবর্তনের এই বাংলায় হায়
ধুলোয় পড়ে গড়াগড়ি খায়
গণতন্ত্র আজ।