আবার আসুক ফিরে আকাশের রং
আকাশ আজ বড়ই নিথর
নবান্নের গন্ধভরা সে আকাশ কই ?
কোথায় হারালো সেই স্বপ্নের গোধূলি  ?
আবার মানুষে মানুষে  হউক কোলাকুলি ।
ফিরে আসুক ঝুলি কাঁধে অন্ধ রাখাল
মানুষ শুনেনি বহুদিন ভিক্ষার ভাষা
ফিরে আসুক সেই চঞ্চলতা
আশার ভাষাতে ভেসে যাক অস্ফুট বেদনা
পাখির চঞ্চুপুটে লেগে থাক ফুলের রেণুকণা ।
মানুষ ফুল দেখেনি বহুদিন
ঘাস দেখেনি বহুদিন
বহুদিন উৎসবও দেখেনি ।
আবার ফিরে আসুক উৎসব
কেউ যেন না কাঁদে অপরকে না যেন কাঁদায়
অশ্রু যেন না ঝরে দুর্গাপ্রতিমায় ।


*************************