যে আঘাত করে গেল তার কাছে থেকে গেল ঋণ
লজ্জার আবরণ খুলে রাখি শীর্ণকায়া নদীটির তীরে
আঘাত ফোটায় ফুল মরুময় হৃদয়ের দ্বারে
আমার মুখোশ খুলে শব্দহীন জ্যোৎস্নার ভিতরে ।


যখন বুকের মাঝে প্রেম প্রীতি শব্দগুলি নেই
আঘাতই জ্বালায় দীপ অন্ধকার ঘনীভূত হয়
মানুষ একাকী তবু কোলাহল গান মনে করে
অনেক বুকের শোক আঘাতে আঘাতে হবে ক্ষয় ।


দর্পণে জমেছে ধুলো ব্যথাভরা অনুজ্জ্বল ঘর
বিষণ্ণ রাতের মতো আঘাতও ঢেউ হয়ে আসে
হৃদয় বিদীর্ণ করে নীলাকাশ আরও নীল হয়
সময়ের বিষটুকু শুষে নিয়ে কারা ভালোবাসে ?


আঘাত দীপের আলো তার কাছে ঋণ নেই কার ?
সব ব্যথা মালা হবে যত ব্যথা হৃদয়ে আমার ।


***************************