সুরভির কিছু মধুর মধুর স্মৃতি
এনেছিল কবে বাতাসে মহোৎসব
হিসেবের ঘরে বেদনার ক্ষয়ক্ষতি
হাহাকার মাঝে মিলনের পরাভব ।


উল্কার আলো চাঁদকে দিয়েছে ঢাকা
চাঁদ নেই আর আলোকের মহিমায়
রূপের আলোয় আগুনের শিখা আঁকা
গরলের চাঁদ জেগে আছে কামনায় ।


প্রেমিকার সেই আগুন আগুন চোখ
প্রণয়ের রূপে উষ্ণ গভীর শ্বাস
বিষের মতোই নীল হয়ে গেছে শোক
করেছে সেদিন সমুহ সর্বনাশ ।


ক্ষণকাল সুখে জাগছে কেবলই দুখ
শ্মশানের চিতা জ্বেলে দিতে উন্মুখ ।


************************************