আমার আমি তোমাদের চক্ষুশূল
হওয়াই স্বাভাবিক
অবিবেচক বাউণ্ডুলেকে কে ভালোবাসে ?
এই মনে কে যেন কবেই রেখেছে তার হাত
সেই ছাপ মনের সর্বত্র এখন ।
কিছুদিন একা থাকি আমিটাকে নিয়ে
দুর্বিনীত কামনার অভিঘাত থেকে
কোন এক নির্মানুষ পৃথিবীর বুকে
তোমরা এসো না
সেই ঘরে তোমাদের প্রবেশ নিষেধ ।
আমিটা  যে ছন্নছাড়া
চকচকে গাড়ি বাড়ি চায় না
হাঁটতে চায়না সুসভ্য মানুষের মত ।
ছড়ানো ছিটান বিছানায় ইতস্ততঃ বইয়ের  জঞ্জালে শুয়ে থাকে
বহুকাল শুয়ে থাকতে চায় একা একা  ।
জানি আমি আমার আমি যত সাফসুতরো হবে
তত সে আগোছালো সংসারের বুকে
পড়ে থাকবে মৃতপ্রায় ।
তাকে ঘৃণা করার আগেই
তোমাদের এই ঘরে প্রবেশ নিষেধ ।


************************