আমারও তো ছিল মহামানবের মন
স্নেহ প্রেম আর প্রসারিত দুটি হাত
উদ্বায়ী মন ছুটেছে দিগ্বিদিকে
ছিল না তখন এই বুকে সংঘাত ।


আমারও তো ছিল কল্পলোকের মায়া
শূন্যে ঘুরেছে বিবাগী ভ্রমর মন
তখনও সেখানে গোধূলি নামতো একা
রেখে যেত তবু হৃদয়ের বরিষণ ।


আমারও তো ছিল মায়াঘেরা ভ্রম কায়া
যখনই দেখেছি ধূ ধূ শুধু মরুভূমি
তখনই এসেছি কাজ ফেলে রেখে সব
দেখেছি প্রদোষে ওগো ঈশ্বর দাঁড়িয়ে একাকী তুমি ।


আমার ছিল না কৃষ্ণের মতো বাঁশি
যারা এসেছিল চলে গেছে দূরে
বলেছে তাহলে আসি ।


*************************