কতকাল ধরে বাতায়ন পাশে নিশ্চল রয়েছ তুমি
ওগো দেবদারু ।
পৃথিবীতে এইসব ধূলিঝড় দেখেও দেখোনি
ঐ দেহে কোনদিন গায়েও মাখোনি ।
আমিও ঋজু হবো , তোমার মতো নিশ্চল হবো
ওগো তরুমাতা ,
মৃতপ্রায় হয়ে আছি পৃথিবীর ক্লিষ্ট বক্ষস্থলে ।
এসব ছাড়িয়ে কী করে আজও তুমি
নিশ্চল থেকে আকাশের প্রক্ষালন দেখো ?
আমিও তোমার মতো আকাশের পারে
যে অপার আকাশ রয়েছে ছুঁতে চাই ,
পেতে চাই প্রক্ষালিত সে দেহের গূঢ় সমাচার ।


এতদিন মানবের তরুণ চিতার মতো ক্ষিপ্র দুটি পা
দেখেছি আমি ।
ভেঙ্গে গেছে পরিশ্রান্ত পা দুটি
বিষাদের নির্নিমেষ বক্র দেহ মাঝে ।
তুমি শুধু তুমি শেখাতে পারো সেই নিশ্চলতা
ঋজুতার অপার আকাশ ।


************************************