অনন্ত শৈশব যদি পাই আমি
দেখে যাবো পথে ঘাটে অজস্র ফড়িং
খুঁজে পাবো নির্জীবের ভাষা ।
দেখবো মুঠোর ভিতরে আসন্ন মৃত্যুর মুখে কাঁপছে জোনাকি
রূপে রঙে ভরে আছে ফুল আর এই সব ঘাস ,
এই চোখ খুঁজে নেবে কেন এই রোদের বুকে মরে যায়
শিশিরের কোমল প্রকাশ ।
অনন্ত শৈশব পেলে মানুষের বেদনার ভারে
কাঁপত না এই দেহ , দেখতাম  মানুষ রয়েছে
শোক দুঃখ ভয়ের সমুদ্র পারে,
আস্থা তার এই সব ফুল ফল শস্যের সম্ভারে ।


অনন্ত শৈশব যদি পাই আমি
দেখতাম অনন্তকাল গুরুমশায়ের বেত
শিশুপাঠ ছেঁড়া বইয়ের অক্ষর
তমিস্রার বুকে জ্বল জ্বল করে সব আশা
মানুষের সেই আশা অজর অমর ।
অনন্তকাল ধরে দেখতাম আমি
জীবন মৃত্যুর মাঝে অনন্ত হাসির ঝলক
রাতের গর্ভে নয় ,প্রভাতের বুকে মানুষ শুয়েছে


ঝরে পড়ে বুকে তার পাখির পালক ।


******************************