এমন আঁধার
এমন আঁধারের ফেনিল উৎসব
দেখার মতো মানুষের ভিড় নেই ।
চোরা লণ্ঠনের আলো দিয়েই
আমরা বাইরের জগত দেখতে চেয়েছি
অথচ অগোচরে বয়ে চলেছে যে আঁধার
যার বুকে জোনাকির নিরুত্তাপ কোমল আলোক
সেখানে একা আমিই অতিথি ।
অভিমানী বাতাস বলেছে কানে কানে
আলোকে যাবার আগে আঁধারের এত মায়া
যে না দেখেছে তাকে কী করে বোঝাবো ?
আঁধারের এ উৎসব ভাঙ্গনের নয়
নতুন ভাবে গড়ছে হৃদয় ।


********************