অনেক মৃত্যুর পরে
আমাদের জেগে ওঠা প্রয়োজন ছিল
জেগে ওঠা হয়নি এখনো ।
রিরংসাজাত চেতনার মাঝে
আমাদের বহ্নিমান সত্তা
কখন যে নিভে গেছে কেউই জানি না ।
অনেক মৃত্যু দেখেও ঘুমিয়ে পড়েছি
গায়ে মেখে ধুলোমাখা গোধূলি আকাশ ।
জেগে উঠে উচ্চারণ করিনি কখনো
“ তমসো মা জ্যোতির্গময় । ”
এতো মৃত্যু দেখে ঘুমিয়ে পড়া খুব কী
জরুরি ছিল?
আমাদের চোখে মুখে দুর্লঙ্ঘ্য পারাবার
হৃদয়ে হৃৎপিণ্ডে আজও শুয়ে আছে
জীবনের মায়াবী অন্ধকার।


*************************