এক একবার ভয় করে  হাত পা গুলো কাটা হয়ে গেছে
পড়ে আছে আমার এক অচল অস্তিত্ব ,
চারপাশে ধাবমান অসুস্থ সংসার
মূর্খের মতো আমাকে স্পর্শ করে সরে যাচ্ছে দ্রুত ।
আমি পড়ে আছি আহাম্মক বলে
তার চারপাশে ঘুরপাক খাচ্ছি সারাদিন ।
কোন এক অন্ধকারে অকস্মাৎ মনে হলো
কে যেন আমাকে এসে কপালে হাত দিয়ে জাগাতে চায়
আমি ছুটতে পারি না জাগতেও পারি না ,
পড়ে আছি নির্বিকার অন্ধকার সংসার ভিতরে ।
তবুও আমার জীবন
খাবি খেতে খেতে দু একবার উঁকি মেরে দেখে
বাতায়ন পাশে দেবদারু জেগে জীবনের কথা বলে কিনা ।
মৃত্যুকে সে অস্বীকার করে চলে যেতে চায় ,
যে জীবন কানামাছি খেলে চতুষ্পার্শ্বে সংসার গুহায়
তারও চুমু খাওয়া যায় ।


**********************************