ভালোবাসা কী করে দেব ?
মানুষের মুখ ম্লান করে দেওয়া যতটা সহজ
ভালোবেসে মুখে হাসি ফোটানো ততই কঠিন ।


আমার সুন্দরের ধ্যান ভেঙ্গে যায় ক্লান্ত বেশ্যার ব্যথায়
কী করে দেব ভালোবাসা ?
আঘাত-ক্লিষ্ট এই বুকে মৌনী-মহিমা আজ ম্লান
আমার ঘুম ভাঙ্গে যৌন বিকৃতির অট্টহাসি শুনে ।
চেয়ে দেখি উদ্বেগ প্রকাশ করে পৃথিবীর ওঠে নাভিশ্বাস
শকুন সব আমাকে খাবে বলে ওতপেতে বসে আছে
কী করে দেখাবো আমি ভালোবাসার মেঘমুক্ত সুনীল আকাশ ?


রক্ত মাংস-হীন এই দেহ বিবর্ণ বিষণ্ণ এখন
চোখে আসে ঘুম ,
ক্লান্ত শিয়ালের ডাকে শাশ্বত সত্যের বাণী কাঁদে
দুর্বৃত্তের রুদ্র-রোষে হৃদয়ও হয়েছে নিঝুম ।


বৃথা বুকে খোলা আছে ' শব্দকল্পদ্রুম '।


***********************************