প্রদীপ নিভে যাবার আগে শেষবার জ্বলে ওঠে
অন্ধকার বিদূরিত করে নিভে যায় ।
আমিও তো প্রতিদিন নিভে যাচ্ছি
একবার জ্বলেতো উঠিনি ।
কোনদিন জ্বলবো না
নিভে যাবার আগেও
কোনোদিন জ্বলবো না আর ।
চেয়ে আছি অপাপবিদ্ধেরা গেল
নির্দ্ধিধায় অরণ্যের দিকে
ফুটে আছে ফুল সেই পথে
আমাকে কে তুলে নেবে রথে ?
নিস্তব্ধ পাথরের মতো পড়ে আছি
এইসব গৃহস্থালি বৃক্ষের সমাজে
ঘরওতো হয়ে গেছে পর
আচমকাই থমকে গেছে আমার বুকের মাঝে
বৈশাখের ঝড় ।


****************************