এখানে সবাই বন্দী , কে কাকে করবে মুক্ত ?
নিজেকেই মুক্ত হতে হবে ।
বন্দীর ক্রন্দন ভাসে দিকে দিকে
বড় বেশি করুণ ক্রন্দন
অক্টোপাসের থাবা মানুষকে জড়িয়ে রয়েছে
জেগে আছে অন্ধকারে স্বার্থের বন্ধন ।
বন্দী কেউ মন্দিরে মসজিদে গির্জায়
ধর্ম নামক এক জ্যান্ত কারাগারে
কেউ বন্দী সংসার নিগড়ে
নিজেকে বন্দী করে রেখেছে কেউ ঘৃণ্য প্রথায় ;
তাই আজো অশ্রু নিয়ে নিরাশায় মুক্তি মরে যায় ।
মুক্ত কেউ নয়
এই সব পার্থিব সম্বল বিশীর্ণ নদীর বুকে ফেলে যেতে হয় ।


ঐ যে ন্যাংটো হাঘরে হাভাতে শিশুটি খেলা করে
মুক্ত হয়ে জীবনের উন্মুক্ত দুয়ারে
রক্ষা করো , রক্ষা করো , রক্ষা করো তারে ।


*********************************