ভালোবেসে মানুষেরা ঘর বাঁধে
তবু সব ঘরে জ্বলে না আলোক ,
বৈশাখের ঝড়ে কোন ঘর ভেঙ্গে যায়
কোন ঘর খুলে ফেলে প্রেমের নির্মোক ।
কেউ ভাবে পৃথিবীর আনাচে কানাচে
ছড়িয়ে রয়েছে তার ঘর ,
সেই ঘর সহজে ভাঙ্গে না
সত্য ও সুন্দর তার বুকের উপর ।


ঘুমিয়ে রয়েছি আমি ভাঙ্গা ঘরে
বহু যুগ ধরে গায়ে নিয়ে জ্বর ,
দেখছি কেবল মহাকাল প্রসারিছে বাহু
শুনি তার রথ চক্রের শুধুই ঘর্ঘর ।
এখনো অসীমের পিপাসা নিয়ে ছুটে চলে যারা
তারা দেখে অমেয় আকাঙ্ক্ষায় স্তব্ধ হয় প্রেমের উৎসব ,
এখন দেখছি আমি ভাঙ্গা ঘরে প্রেম কাঁদে
পড়ে আছে মানুষের শব ।


**************************************