আমার অস্থি মজ্জার ভিতরে
এখন পুরুষের  প্রবেশ নিষেধ ।
গণ্ডূষে পান করে নারী দেহের দুঃখ লজ্জার
বিশাল সমুদ্র নীলকণ্ঠ হয়ে গেছি আমি ।
একা হাঁটতে হয় অন্ধকারে
চাঁদের জোৎস্না কাঁদে গলির ভিতরে ।
বুড়ি চাঁদ সেও কেন কাঁদে ?
পুরুষের নখাঘাতে সেও আজ বেদনাবিহ্বল ।
ওগো মা ধরণী তোমার বস্ত্রাচলে
ঢাকতে যদি পারো সেই গ্লানি
কিছুক্ষণ মুক্ত হতে পারি ।
পুরুষ হয়ে আসবো না ফিরে আর
হাঁটবো না এই অন্ধকারে
বিবস্ত্র চাঁদ আজ  কেঁদে মরে গলির ভিতরে ।


*****************************