( আজ থেকে  ৫৪ বছর   আগের লেখা আমার এই কবিতাটি ।   এক মাসিক পত্রিকায় সেই সময় কবিতাটি প্রকাশ পেয়েছিল । সেই প্রথম নিজের নাম ছাপানো হয়েছে দেখে কি আনন্দ হয়েছিল ভাষায় প্রকাশ করতে পারবো না । সেদিনের সেই কিশোর আজ বৃদ্ধ । কবিতাটি কোন সংশোধন না করে সেই ভাবেই রেখেছি ।)


হারিয়ে গেছে বিশ্বাস কোন নদীতে আজ  ?
খুঁজে তারে পাওয়া হায় নয়তো সহজ কাজ ।
পিতা পুত্রে নাহি আজ সামান্য  বিশ্বাস
ভাই আজ নাহি পায় ভাইয়ের আশ্বাস ।
ভাই বোনে সদা আজ বিরাজে সন্দেহ
প্রাণ খুলে কথা তাই বলে নাকো কেহ ।
বন্ধুই বন্ধুর বুকে ছুরি মারে আগে
দম্পতির মাঝে দেখি অবিশ্বাস জাগে ।
কারো পরে বিশ্বাস কেহ নাহি করে
বিশ্বাস বিশ্বে আজ গেছে বুঝি মরে ।


***************************