বলিষ্ঠ জুনেসের বক্ষ চেপে
         যেদিন মেরীর শ্বাস পড়েছিল ঘাসে
        সেদিন পৃথিবীও যেন শান্তি পেল ,
       খুঁজে পেল প্রকৃতির করাল চেহারা ।
  সেদিন মেরীর দেহে বসন্ত এল কোলাহল করে
                  ঝড়ের সংকেতে ।
জুনেসকে জোর করে নিয়ে গেল মেরী গভীর জঙ্গলে
      সেখানে জ্বলে উঠলো দেহজ কামনার দীপ  ,
    চিরে দিল নখাঘাতে পুরুষের গর্বিত ললাট ।


            এ যেন দলছাড়া কপোতী এক
  একা পেয়ে অসুস্থ বাজপাখিকে  শিকার করেছে  ।
      ধর্ষিত পুরুষ প্রকৃতির বুকে কেঁদেছে যখন
তখন মেরী আদিম ক্ষুধা নিয়ে পুরুষের সর্বাঙ্গ করেছে লেহন ।
     সেদিনের পৃথিবীও বুঝি মেরীর মতো নারী কখনো দেখেনি
        সে কোমলাঙ্গী নারীর মতো , ধর্ষিতার মতো ,
                   নির্জনে অশ্রু ফেলেনি ।


                    তারপর রাত হলে...................
    জঙ্গলের ভিতর থেকে ভেসে আসে অস্ফুট আওয়াজ ,
              পুরুষের আর্তনাদ প্রতিধ্বনি নিয়ে
                   মরে যায় প্রকৃতির বুকে  ।
     হেসে উঠে পৃথিবীর সম্পদ যত স্থাবর ও জঙ্গম
            অশ্রু মুছে পুরুষের ক্ষুধার্ত সঙ্গম ।


***************************************