আজ শুধু  ধুলোবালি  আমার  সংসার
সাজানো  সবই ছিল নামহারা নদীটি যেখানে
সুখ শান্তি জেগেছিল গুটিকয় ইন্দ্রিয়ের গানে
এখন বন্যার জলে ভেসে গেছে ডিঙ্গিটি আমার।


ঝড় এল, অকস্মাৎ আমাদের বূকের উপর
দামাল ঝড়ের কোপে উড়ে গেল সুখের সম্ভার
খেলাঘর ভেঙ্গে গেল ,আপনও হয়ে গেল পর
নদীটি এখনো জানে কত কষ্ট হয়েছে আমার।


সংসার যদিও আজ খড়কুটো  আর ধুলোবালি
মৃত্যুভয় তবু আছে, জেগে আছে চাঁদ একফালি।


                               *****