রিক্ত এখন মনের গহন শূন্য কটিতট
অনেক ধুলো গায়ে মেখে দাঁড়িয়ে আমি বট
নদীর পাশে , মৌন হল সুখের কথামালা
মনে আমার সকল ছবি ম্লান কিংবা শ্রীহীন
ঝাপসা হল  রঙ্গিন সুখের দিন ।
পাহাড় বুঝি দাঁড়িয়ে আছে একা
মনে আমার পাইনি কারো দেখা ।
নিঃস্ব এখন বড়ই উদাসীন
আলোক শিখা কখন হল ক্ষীণ
হাহাকারে জাগছে অবিচার
এ মনে আর যৌবনের হবে কী অভিসার ?
শুনছি কেবল সাঁঝে
প্রাণের মাঝে দিবারাত্রি মৃত্যু-ঘণ্টা বাজে ।


******************************