একটি বিপন্ন নারী দ্রুত চলে যায়
এক একবার আগে পিছে দেখে
নিষাদের শ্যেন দৃষ্টিও কখন হয়েছে তার পশ্চাদগামী ।
যেহেতু জেনেছে সে শাড়ির আঁচলে ঢাকা
কোমল কবোষ্ণ কিছু মাংস ও মেদ ।
সমস্ত স্বাস্থ্যবান অনুরাগ মনের সুস্থ চিন্তা
নিমেষেই বাষ্পীভূত হয় তার ,
একাকার হয়ে যায় অশ্রু ও কাজল ।
সে তখন দ্রুতবেগে চলে
সামনে দেখে দাবানলে ভস্মীভূত হয়ে
বনস্থলী পল্লবিত হতে গেছে ভুলে ।
এমন সময়ে হে বিপদভঞ্জন
তুমি--তুমিই শুধু পারো নির্নিমেষ আকাশের বুকে
জাগাতে সেই নবারুণ জীবনের অম্লান শিখা ।


শোক-পরিম্লান বেদনা-বিহ্বল মানুষের শ্বাসরোধী কথা নয়
বৃক্ষে বৃক্ষে ফল ফলানোর দিনে
দেখাতে পারো ক্ষীণ আয়ুরেখায়
সুনির্দিষ্ট আলোকবর্তিকা ।


***********************************