এমন মানুষ চাই
যারা হবে খুবই সরল
মুখে সদা হাসি দেহে বল
মনে তাদের নেই কোন ছল ।
তারা হবে মায়ের চোখের জলের মতো পবিত্র
মায়ের আঁচলের মতো সুখের আধার
প্রেমের শরীরী রূপ ।
যুবকের মতো বীর্যবান অকুতোভয়
মহাস্থবিরের মতো তাদের তত্ত্বজ্ঞান ।
তাদের দেহ জ্বলবে জ্বলন্ত কাঠের মতো
কিন্তু মুখে স্বর্গীয় হাসি ।
হে পাবক ,পারবে পোড়াতে তাদের  ?
সেদিন পৃথিবী নতুন সাজে সেজে উঠবে
মায়ের কোলে শিশুরা শান্তিতে ঘুমোবে ।


এমন মানুষ চাই আজ
যারা দেখাবে  পৃথিবীর গায়ে কেন জ্বর
নারীদের অশ্রু মুছিয়ে এনে দেবে শান্তির খবর ।


*************************************