শিশুর সরল হাসির মতো মানুষ নয় বলে
হৃদয় ভাসেনি জলে ,শুষ্ক রেখে বয়ে গেল জল ,
আহত প্রেমের কান্না শুনি দিকে দিকে
পড়ে থাকে মূক আর বধিরের স্বার্থের সম্বল ।
হে পৃথিবী তোমার বুকের মাঝে জল আর জল
কতটুকু পানীয়ের প্রয়োজনে লাগে ?
প্লাবনে প্লাবনে সহজে ভাসাতে পারো গ্রাম ও নগরী
হদয় পেরেছ ?
ছিটে ফোটা জল আজো লাগেনি হদয়ে
ভাসেনি হৃদয়
পড়ে আছে যেন মরুময় ।
পানীয় জলের খোঁজে আমিও কেঁদে মরি
অন্ধকারে মশার মতন উড়ি এ দেহের ঘ্রাণ ভালোবেসে ,
চোখে পড়ে বিশুষ্ক হৃদয় সব
পৃথিবীর বুকে আজো ব্যর্থ বৃষ্টিপাত।


************************************