এখন আর মনে নেই মায়ের গর্ভে কেমন ছিলাম
তবুও তো মনে হয় অন্ধকার বড় ভালো ছিল
ভালো ছিল ঈশ্বরের হাসি আর মায়া ভরা রাত
এখন কী পাবো খুঁজে গর্ভে থাকা হাসিটি আমার?


আলোর ভিতরে কত ছলনা, যা করে মদির বিহ্বল
নির্ণিমেষ আকাশের গায়ে লেগে থাকে তবু স্বাতী
মানুষের চালাকিতে শিশূু মন করে হাহাকার
এইখানে দিবালোকে সকলেই হয় আত্মঘাতী।


হাসিটুকু থেকে যায় গর্ভকোষে আর তমিস্রায়
পৃথিবীর এই রোদে দানবীয় মুখ কিছু ভাসে
শবাধার পড়ে থাকে লাশ কাটা ঘর অবেলায়
কাঁদে শুধু ,এইখানে শিশুরাই হাসি ভালোবাসে।


                         *********