আমার মতো যত কষ্ট দাঁত দিয়ে ছিঁড়ে
টুকরো  করে প্রকাশ্য দিবলোকে পথে ছড়িয়ে দিতে কে পেরেছে ?
যেখানে অনন্ত রাত চাঁদ গেছে অস্তাচলে
তার বুকে শুয়ে শুনি মৃত্যুর কল্লোল
স্তব্ধ হয়ে আছে সেই রাতে মানুষের শব
মানুষের ঘরে নেই নবান্নের উচ্ছল উৎসব ।
কে পেরেছে এমন দুঃখের বুকে হাত রেখে
গুনে যেতে অসংখ্য  তারকা ?
তবুও সে মায়াময়ী রাত
আমাকে ভুলিয়ে দেয় বেদনায় বিদীর্ণ প্রেমের সংঘাত ******************************