তোর অগোচরে থেকে গেল
সুখ আর দুঃখের আবরণ
অঙ্গ থেকে খসে গেল অজান্তেই সব আভরণ ।
তুই কী জেনেছিস শীত গ্রীষ্ম বর্ষা কাকে বলে ?
কারা করে এই সব রাতের বুকে মিছে কলরব?
পাগলি মা, কে তোকে শেখাবে আজ সাধ করে
উলঙ্গ থাকা ভালো নয়
আজকের নাভিঘুর্ণি সুসভ্য সমাজে?
কী করে শেখাবো তোকে
জন্ম আছে মৃত্যু আছে
মানুষের মুখে আছে সহস্র মুখোশ?
নাচো আমার কন্যা ,
সমাজের বিষদাঁত দেখে উলঙ্গ হয়ে নাচো।
তাপসীর মতো হোক মন
মানুষের মুখে আগুন হয়ে ঢুকে থাকুক
বিস্ফারিত ঐ দুটি স্তন ।
জন্ম আর মৃত্যু কাকে বলে
এইসব জটিল হিসাবে কী কাজ তোর?
আমিও শুনতে চাই না হাসি আর কান্না বারে বারে
তোর মতো নির্জন শ্মশানে
একা একা থেকে যেতে চাই
সুখ দুঃখ জন্ম মৃত্যুর পরপারে।


                ************