২৫ শে বৈশাখে নয় জন্ম হলে ২৫শে ফাল্গুনে
তাহলে  হতে কী কবি অতি দীন বুভুক্ষু কৃষক ?
দু মুঠো ভাতের চিন্তা থেকে যেত শয়নে স্বপনে
পোড়া রুটির বুকে পুড়ে যেত কবিতার বিলাসী কুহক ।


পৃথিবীর কবি হয়েও দেখতে চেয়েছ কোন কবি মাটির কাছাকাছি
অনেক কৃত্রিম পণ্যে ভরাতে হয়েছে তব কবিতার খাতা ,
আমরা তো চিরকাল মাটির অনেক কাছে শুয়ে আছি
তবু তো পারিনি লিখতে তোমার মতো একটি কবিতা ।


২৫শে ফাল্গুনে হলে  সইতে তুমি কী কবি কৃষকের করুণ যন্ত্রণা ?
কর্দমাক্ত দেহে তব মানুষ দেখতে পেত ঝরে পড়ে ঘাম ,
মাটির মমতা রসে সিক্ত হত দেহ মন ,কবিতা হত না
সমাজবন্ধু হয়ে উপকার করে যেতে করত না কেউই প্রণাম ।


২৫ শে বৈশাখে বলে কবি তুমি ,তোমার প্রখর প্রভা দূর থেকে আসে
তোমার কিরণে স্নান করে সারাবিশ্ব শোক দুঃখ ভুলে আজও হাসে ।


**************************************


***************************************