কারা দেখে আজও প্রভাতের বুকে রাত্রির প্রসব ?
কেন দেখে ? কেমন করে দেখে সেইসব জরা ?
তারা দেখে যৌবনে নেমেছে জরা জরাজীর্ণ দেহের মন্দির
এই দেহে জন্মলগ্ন থেকে জরা ফলে আছে ।
নারীকে শুধায় তারা স্থিতধী মুনির মতো
কেন ধরা দাও তুমি পুরুষের কাছে , সম্ভোগের কাছে
মধুর বেদনা নিতে প্রসবের পুষ্পিত কাননে  ?
কী আনন্দ পাও তুমি জরা জন্ম দিয়ে
সন্তান ধারণ করে দেহের এক গোপন গুহায়  ?
এখনো শেখায় তারা জন্ম যার পৃথিবীতে
জরার বেদনা নিয়ে সে আজও বড় অসহায় ।


মধুর বিষই আছে পুরুষের চুম্বনে চুম্বনে
নারী  তবু মধুর বিষই খায় সন্তান ধারণে ।


**************************