চলে যাবো বলে কখনো ভাবিনি
যত রক্ত মেখেছি দুহাতে এতকাল ধরে
ধুয়ে দেব কোন নদী জলে ?
যারা ভালবেসেছিল আলতো পায়ে দূরে গেছে চলে ।
তোমরা তো ফুল দেখো চাঁদ দেখো
সুখের সংসার গড়ে ভালোবাসা পেতে চাও বুকে
রক্ত মাখা দুটি হাত দিয়ে যাবো কাকে ?
কে চায় রক্তের স্বাদ ?
বড় একা আমি
সবুজ আঁচলে ঢাকা মানুষের বুকের পাহাড়ে
উঠতে পারিনি ।
তবু চলে যেতে হবে আমি জানি
পৃথিবীর মানুষেরা মুখ ফিরিয়ে নেবে
ছলে বলে অথবা কৌশলে ,
তোমরাই বলো রক্ত মাখা দুটি হাত ধুয়ে দেব কোন নদী জলে ?


**************************************