বাবা যখন বিড়ির টানে ধোঁয়ার কুণ্ডলীতে
জীবনকে উড়িয়ে দিতে ব্যস্ত
মা তখন কাঠের উনুনে ফুঁ দিতে দিতে
জলভরা চোখে সে জীবন আঁচলের খুটে বেঁধে
গরীবকে দান করত শীতার্তকে বস্ত্র দিত ।
যে জীবন দোয়েলের তার সাথে
মা আমার উড়িয়ে দিত বেদনার ঘ্রাণ ।
আর আমি ?
তাদের উচ্চশিক্ষিত ছেলে হয়েও
স্বার্থ আর অর্থ নিয়ে শীততাপ-নিয়ন্ত্রিত
ঘরে শুয়ে আছি বেদনাকে নিয়ে
বেঁচে আছি মেঠো ইঁদুরের মতো মরণের ঘরে ।
যে জীবন দোয়েলের তার সাথে
কভু আর হয়নি তো দেখা ।
বেদনার অপার আকাশে শুয়ে আছি
ডানা ভাঙ্গা দোয়েলের মতো ।


*************************