যে সুখ বেদনার মতো
তাকে কে চায় বলো ?
চলার এই পথ গুটিকয় ইন্দ্রিয়ের কশাঘাতে
চাওয়া আর পাওয়ার বেদনা ।
আরো চাই আরো চাই পার্থিব সম্পদ
সুখের পিছনে ছোটে  অনেক বিপদ ।
আজকাল মানুষ নিজেকে প্রকাশ করে
অর্থ কীর্তি সচ্ছলতা লোভে ।
কে চায় অপার বেদনা ?
আমি শুধু আমিই শুনেছি সেই বেদনার ধ্বনি
চাই না চাই না কিছু আর এই ধ্বনি শুনে
ধুয়ে দিতে চেয়েছি সর্বাঙ্গের ক্ষত
সেই সুখ বেদনার মতো ।
সেখানে সব সুখ হয়েছে বিলীন
আমার সর্বাঙ্গে কাঁদে শতছিদ্র একটি কৌপিন ।


****************************