যেভাবে আগুন নিভে যায়
সেভাবেই গুটিকয় ইন্দ্রিয়ও
উন্মাদ আলোকের খোঁজে
নিভে যায় আগুনের মতো ।
কোথায় কেমন করে জানা যদি যেত
তাহলেতো থেমে যেত
মানুষের অপার পিপাসা বিষয়ের খোঁজে ।
জানার সময় নেই
বোঝার প্রচেষ্টা  নেই
এইসব দিনরাত্রি নিভে যায় একে একে
আগুনের মতো ।
ইন্দ্রিয়ের কশাঘাতে রক্তাক্ত শিশুটির বুকে
মুখ থুবড়ে পড়ে থাকে মনুষ্য সমাজ ,
ফুলের মতোই যে শিশুটি জন্ম নিলো আজ
ধীরে ধীরে তারও গায়ে ইন্দ্রিয়ের জ্বর
নিভে যায় যে আগুন সেই আনে মৃত্যুর খবর ।


****************************