চোরা লন্ঠনের কাচে নেমেছে আঁধার
ভুলে গেছি জীবনের মানে
যে কাজ করার ছিল মানব জীবনে
ভুলে গেছি সমুদ্রের গানে।


সময় সহজ নয় মানুষ সহজ হলে
ফুলের মতোই হতো কথা
রাতের গর্ভে দেখি মাথা কুটে
ব্যথা খোঁজে শুধু নীরবতা।


যেভাবে বাঁচার ছিল ভুলে গেছি
বাঁচতে চেয়ে শুধু হলো মরা
লন্ঠনের কাচে কালি থেকে গেল
জ্যোৎস্নাটুকু রয়েছে অধরা।


       ************