সকলেই জানে সময়  অপেক্ষা করে না
বয়ে চলে নদীর স্রোতের মতো ।
এ জানাই সব জানা নয়
কখনো এমনো হয়
সময় এসে অকস্মাৎ থেমে যায় জীবনের কাছে ।
মানুষের দীর্ঘশ্বাস গায়ে মেখে আমি  যাবো।
যেখানে সময় থেমে গেছে
কিছুক্ষণ সময় থেমে আছে
আমি সেখানেই  যাবো ।
তার আগে দেখে নিতে চাই কিভাবে
মানুষকে বোকা বানিয়ে
আয়ুরেখায় সময় বাঙ্ময় হয়ে ওঠে ।
কেউই দেখে না সময়ের থেমে থাকা ছবি
গরম ভাতের থালায় ।
আমিই একা করে হায় হায়
ডুবে যাবো অদ্ভুত আধারে
মিশে যাবো সময়ের স্থিরতার কোলে ।


*****************************