যেতে পারলে বলবো না কেন যাবো
যেদিকে  দুচোখ যায় ছড়িয়ে ছিটিয়ে সব চলে যাবো।
কালো রাতে ভাঙ্গা ভাঙ্গা চাঁদ
হয়তো শোনাবে গল্প
কিছুক্ষণ না পাওয়ার মায়াবী জীবনে ।
উড়ে যাবে ঝোড়ো হাওয়ায়
সযত্নে রক্ষিত এই ছায়ার বর্ণমালা
পুড়ে যাবে শিশুটির কাজলের টিপ ।
কে আর পিছন ফিরে চায় ?
আসলে পারিনি যেতে অকস্মাৎ  
ঠেলতে ঠেলতে সুরক্ষিত দেহের কুহক ।
তবু যদি যেতে পারি কুয়াশা ভেদ করে
বলবো না কেন যাবো
চলে যাবো দিগন্তের কোলে ।


*************************